কুষ্টিয়া : কুষ্টিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী। শুক্রবার দুপুরে কুমারখালী উপজেলার মহিষখোলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যাংক কর্মকর্তা আমজাদ হোসেনের মেয়ে খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ফেরদৌস আরা ঝুমা ও নবম শ্রেণির শিক্ষার্থী জুই বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশেরপত্র/এডি/এ