কুষ্টিয়া কুমারখালীতে আইন শৃঙ্খলা বিষয়ক পথসভা

কুমারখালী  প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালী বাসষ্ট্যান্ডে দেশের চলমান পরিস্থিতির উপর আইন শৃঙ্খলা বিষয়ক পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৫টায় কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি এস এম মনিরুজ্জামান মনি (বিপিএম), ব্রিগেডিয়ার জেনারেল রিজিয়ন কমান্ডার যশোর মোঃ শহিদুল ইসলাম । উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন খুলনা অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) দিদার আহম্মেদ, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) খন্দকার রফিকুল ইসলাম, বিজিবি কুষ্টিয়া সেক্টর কমান্ডার, বেটালিয়ন কমান্ডার, র‌্যাব কর্মকর্তা, কুষ্টিয়া পুলিশ সুপারসহ প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর স্থানীয় কর্মকর্তা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার সাহেলা আক্তার, কুমারখালী থানা অফিসার ইনচার্জ মোঃ মহিবুল ইসলাম, সহকারী কমিশনার ভুমি তানজিল্লুর রহমান প্রমূখ।

Comments (0)
Add Comment