কুড়িগ্রামে নতুন জাতের আলুর উৎপাদন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে দু’ প্রকারের নতুন জাতের আলুর উৎপাদন নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  মালিক সীডস গ্রুপের আয়োজনে মঙ্গলবার সকালে জেলার সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের তালুককালো গ্রামে এই মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শওকত আলী সরকার।

কাঁঠালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু’র সভাপত্বিতে বক্তব্য রাখেন, সদর নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর কৃষি কর্মকর্তা কামরুজ্জামান, মালিক সীডস গ্রুপের ইনচার্জ তারিকুল ইসলাম,আইডিই বাংলাদেশ প্রুফস প্রকল্পের কৃষিবিদ জয়নাল আবেদীন প্রমুখ।
মাঠ দিবসে কৃষকদের সচেতনতা বৃদ্ধিতে পরামর্শ দেয়া হয়। মাঠ দিবসে কৃষি বিভাগ ও সীডস গ্রুপের পক্ষ থেকে জানান হয়, রোসাগোল্ড ও ডেসটিনি দু’জাতের আলু জেলায় এবারে ১শ ৫০ জন কৃষক ১ একর ৬০ শতাংশ জমিতে চাষ করেছে । যার উৎপাদন ফলন প্রায় ৪ টন। কৃষকরা বিঘা প্রতি ২০ থেকে ২৫ হাজার খরচ করে ফলন পেয়েছে প্রায় ৯০ মণ। যা সাধারণ আলুর চেয়ে ১০ থেকে ১২ মণ বেশি।

 

Comments (0)
Add Comment