কুড়িগ্রামে বিজিবি আন্তঃসেক্টর ভলিবলে রাজশাহী সেক্টর চ্যাম্পিয়ন

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে বিজিবি আন্তঃ সেক্টর ভলিবল প্রতিযোগিতার ফাইনালে রাজশাহী সেক্টর ৩-০ সেটে রংপুর সেক্টরকে পরাজিত করে রংপুর রিজিয়ন চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন মাঠে অনুষ্ঠিত ফাইনালে রাজশাহী সেক্টর ২৫-১৮, ২৫-২২ ও ২৫-২৩ পয়েন্টে রংপুর সেক্টরকে পরাজিত করে। খেলা শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিজিবি রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহফুজ। এ সময় কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ বিভিন্ন সেক্টরের ঊর্ধ্বতন অফিসারগণ উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র ব্যবস্থাপনায় আন্তঃ সেক্টর ভলিবলে বিজিবি’র উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রাজশাহী, রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাও সেক্টর লীগ পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ নেয়।

Comments (0)
Add Comment