কুড়িগ্রামে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

শাহ্ আলম, কুড়িগ্রাম প্রতিনিধি : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, শোক র‌্যালি, পঙ্গুদের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে কুড়িগ্রামে শনিবার সকালে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় শোক পতাকা উত্তোলন, জাতীয় পতাকাসহ দলীয় পতাকা অর্ধ নমিত রেখে শোকাবহ দিনের সূচনা করা হয়। পরে কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু প্রমুখ।  এছাড়াও দিবসটি পালন উপলক্ষ্যে জেলা প্রশাসন, জেলা আওয়ামীলীগের উদ্যোগে শহরে শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বঙ্গবন্ধুর কর্মময় জীবন নিয়ে কুড়িগ্রাম টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment