গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইউএনডিপি, এসডিজিএফ ও আইএলওর আর্থিক সহায়তায় ৫বছর মেয়াদী এ প্রকল্পটি কুড়িগ্রামে জেলার ৭২টি ইউনিয়নে কাজ করবে। এতে ৭হাজার ৭শ’ ৭৬ জন দুঃস্থ মহিলা (বিধবা, তালাক প্রপ্তা ও স্বামী পরিত্যাক্তা) স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি ইউনিয়নের ৩৬জন হতদরিদ্র মহিলা গ্রামীন অবকাঠামো সংস্কার সহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকবেন। এ প্রকল্পের আওতায় উপকার ভোগী পরিবার খাদ্যা নিরাপত্তা ও আর্থ সামাজিক উন্নয়ন কল্পে প্রতিদিন ১শ’৫০ টাকা হিসেবে মাসিক ৪ হাজার ৫শ’ টাকা মজুরি হিসেবে পাবেন। প্রকল্প শেষে এসব হতদরিদ্র পরিবার তাদের খাদ্য নিরাপত্তা ও জীবন যাত্রার টেকসই মান উন্নয়নে সক্ষম হবে। এ প্রকল্পটি কুড়িগ্রাম ও সাতক্ষিরা জেলায় পাইলট প্রকল্প হিসেবে কাজ শুরু করবে। পরবর্তিতে দেশের আরো ২০টি জেলায় পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে।