কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলন অনুষ্ঠিত

শাহ্ আলম, কুড়িগ্রাম: কুড়িগ্রামে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সম্মেলন ২০১৭ অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালের শহীদ ডাক্তার মিলন হলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ ইকবাল আর্সনাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও সাবেক এমপি মোঃ জাফর আলী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের মহা-সচিব অধ্যাপক এমএ আজিজ, কার্যকরী কমিটির সদস্য ডাঃ মোছাদ্দেক আহমেদ, ডাঃ মোহাম্মদ হোসেন, মোঃ জাহাঙ্গীর আলম, ডাঃ নুরুন্নবী লাইজু, ডাঃ লোকমান হাকীম প্রমুখ।
সম্মেলনে ডাঃ সুদীপ কুমার বোসকে সভাপতি ও ডাঃ মোঃ ওমর আলীকে সাধারণ সম্পাদক করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার ৩০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

Comments (0)
Add Comment