কুড়িগ্রাম ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেট নিক্ষেপ শিশু আহত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ সকালে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে আন্তজাতিক আইন অমান্য করে ভারতীয় সীমান্ত রক্ষী (বিএসএফ) বাহিনী প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে রাবার বুলেট ছুড়ে। এ সময় এক শিশু আহত হয়েছে। শিশুটি বালাটারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
বিজিবি ও স্থানীয় জাহাঙ্গীর, কুদ্দুস, সহিদুল ও নুর হোসেন তার নিজ উঠানে শীত নিবারনের জন্য খড়ের মধ্যে আগুন জালায়। এসময় ১২৪ বিএসএফ নটকোবাড়ী ক্যাম্পের ৮/৯ জন বিএসএফ সদস্য কাটাঁতারের ৫ নং গেট পেড়িয়ে বিনা উস্কানীতে আর্ন্তজাতিক সীমানা পিলার ৯৩১ এর ২ এসের ১৫০ গজ অভ্যান্তরে প্রবেশ করে উপজেলার বালাতাড়ী গ্রামে ঢুকে তাদের লক্ষ্য করে রাবার বুলেটের বিস্ফোরণ ঘটায়। এ সময় সহিদুলের ছেলে সিয়াম (৭) বাম কপালের উপর বোমার স্প্রীন্টার এর আঘাতে আহত হয়।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মো.আব্দুল মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয় নিয়ে বিজিবি প্রতিবাদ করায় বিজিবি-বিএসএফফের মধ্যে পতাকা বৈঠক হয়েছে।

Comments (0)
Add Comment