প্রেস বিজ্ঞপ্তি : রংপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের দপ্তর সম্পাদক,আরটিভি দর্শক ফোরামের সাধারন সম্পাদক ও জনপ্রিয় বেসরকারী টিভি চ্যানেল আরটিভি ও জনপ্রিয় অনলাইন পত্রিকা রাইজিংবিডির রংপুর বুরো প্রধান জাহাঙ্গীর আলম বাদল সেরা বর্ষ প্রতিনিধি হিসেবে পদক পাওয়ার গৌরব অর্জন করায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের সভাপতি আলী আশরাফ সাধারন সম্পাদক লিয়াকত আলী বাদল সহ সকল সদস্য বৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ পেশাগত দায়িত্ব পালনের এক অনুকরনীয় দৃষ্টান্ত দেখিয়েছেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ার বিনির্মানে কৃষি ভিত্তিক অথনিতি কৃষি বিষয়ক বিষেশ প্রতিবেদনের জন্য তাকে বর্ষ সেরার সংর্বধনা দেওয়া হয়। ৩ ফেব্রয়ারী ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন ধারা ফাউন্ডেশনের উদ্যোগে ৬৪ জেলার ১০০ জন সাংবাদিককে পুরুস্কার প্রদান করে। নতুন ধারার উদ্যোগে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (বাণিজ্য অনুষদ) বিবিএ সম্মেলন কক্ষে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে কি-নোট উপস্থাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও ইনফরমেশন বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেকেন্দার আলী।
নতুনধারা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শামীম আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রমুখ।
পাশাপাশি আরটিভি দর্শক ফোরামের সভাপতি সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন ও সহ-সভাপতি রংপুর জেলা দোকান মালিক সমিতির সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিলনসহ ফোরামের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন । সেই সাথে নিষ্টার সাথে দায়িত্ব পালনের নজির স্থাপন করেছেন। তার আরো উন্নতী ও সমৃদ্ধি কামনা করেছেন নেতৃবৃন্দ।