কোকো’র মৃত্যু বার্ষিকীতে বিএনপির শ্রদ্ধা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র প্রথম মৃত্যু বার্ষিকীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার দুপুরে রাজধানীর বনানীতে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে সঙ্গে নিয়ে কোকোর কবরে শ্রদ্ধা জানান তিনি। এসময় কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফখরুল।
উল্লেখ্য,গতবছর ২৪ জানুয়ারি মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালায়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। দেশ ছাড়ার পর স্ত্রী-সন্তানদের নিয়ে কুয়ালালামপুরেই থাকতেন তিনি। দুই কন্যা সন্তানের পিতা আরাফাত রহমান কোকোর মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৫ বছর।

Comments (0)
Add Comment