কোবানির গুরুত্বপূর্ণ পাহাড় কুর্দি বাহিনীর দখলে

আন্তর্জাতিক ডেস্ক:

সিরিয়া-তুর্কি সীমান্তের কোবানি শহরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি পাহাড়ের চূড়া দখল করেছে কুর্দি যোদ্ধারা। সোমবার তীব্র লড়াইয়ের পর কুর্দি বাহিনী এ সাফল্য পায় বলে ‘সিরিয়ান অভজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ও স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মিসতেনুর নামের ওই পাহাড়ের চূড়া থেকে কোবানি শহরটির পুরো দৃশ্যপট দেখা যায়। এই পাহাড়চূড়াটি দখলের মাধ্যমে আইএস’র প্রধান সরবরাহ পথ কুর্দি বাহিনীর গুলির সীমার মধ্যে চলে এসেছে বলে জানিয়েছেন অবজারভেটরির পর্যবেক্ষকরা। চূড়াটি দখলের লড়াইয়ে আইএস’র ১১ যোদ্ধা নিহত হয়েছেন এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাগুলি কুর্দি বাহিনীর হাতে এসেছে বলে জানিয়েছে অবজারভেটরি। লড়াইয়ে কুর্দি পক্ষের বেশ কয়েকজন যোদ্ধাও হতাহত হয়েছেন বলে জানিয়েছেন কোবানিভিত্তিক এক কুর্দি কর্মকর্তা। মিসতেনুর পাহাড়ের পুনর্দখল কোবানির লড়াইয়ের একটি ভাগ্য নির্ধারণী মুহূর্ত হতে পারে বলে জানিয়েছেন বিবিসি’র স্থানীয় প্রতিনিধি।

Comments (0)
Add Comment