ক্রিকেট ইনজুরিতে পড়েছেন ইমরান হাশমি!

বিনোদন ডেস্ক:
সুদূর অস্ট্রেলিয়া-নিউজল্যান্ডে বসেছে বিশ্বকাপ ক্রিকেটের আসর, পুরো সামর্থ্য দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে লড়ছেন ক্রিকেটাররা। অথচ ক্রিকেট ইনজুরিতে পড়লেন বলিউডের কিস বয় খ্যাত নায়ক ইমরান হাশমি! শুনে হয়তো অনেকের বিভ্রম হচ্ছে; কেউ বা ঘুলিয়েও ফেলেছেন! না পাঠক, বিভ্রম মনে করবেন না! সত্যি সত্যিই ক্রিকেট শিখতে গিয়েই আহত হলেন ইমরান হাশমি। ভারতীয় সাবেক ক্রিকেটার আজহার উদ্দিনের বৈচিত্রময় জীবন নিয়ে এন্টনি ডি সুজা নির্মাণ করছেন একটি আÍজৈবনিক সিনেমা।

Comments (0)
Add Comment