অথচ এই সৌম্যই নাকি একটা সময় ক্রিকেট খেলাই এড়িয়ে চলতেন! কারণটা আর কিছু নয়। সৌম্যের অতিমাত্রায় ‘হোম সিকনেস’ তথা ‘গৃহকাতরতা’!
এ ব্যাপারে সৌম্য বলেন, ‘মজার ব্যাপার হচ্ছে, শুরুর দিকে একটা কারণে আমার ক্রিকেটের প্রতি ভালবাসা কম ছিল, সেটি হচ্ছে হোম সিকনেস। বিকেএসপিতে ভর্তি হওয়ার পর বাড়ি থেকে দূরে থাকতে আমার খুব মন খারাপ হতো।
তাই নিজের শহর, নিজের বাড়ি ছেড়ে যাতে দূরে থাকতে না হয়, তাই আমি ক্রিকেটটাই এড়িয়ে চলার চেষ্টা করেছিলেম! বাড়ির জন্য আমার এখনো খুব পরাণ পোড়ে। তাই একদিনের ছুটি পেলেও আমি বাড়ি চলে যাই!’ তবে আস্তে আস্তে কমছে সৌম্যের এই হোম সিকনেস।
কারণটা হচ্ছে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সৌহার্দ্যময় পরিবেশ। সৌম্য যোগ করেন, ‘বিশ্বকাপের সময় থেকে আমি আগের মতো আর মন খারাপ করি না। আমার মনে হয় ড্রেসিংরুমে সবার সাথে দারূণ সম্পর্কই এটার কারণ। আমরা সবাই অনেক বেশি আপন আর আন্তরিক হয়ে গেছি। আমাদের দলের সাফল্যের অন্যতম কারণও হয়তো এটাই।’
বাংলাদেশেরপত্র/এডি/এস