গুইমারা কালাপানি এলাকার খাগড়াছড়ি-চট্টগ্রাম মহাসড়কে বুধবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে গুইমারা থানার ওসি শরিফুল ইসলাম জানান। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের পাঠানো হয়েছে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে।
ওসি শরিফুল ইসলাম জানান,“সকালে বাসটি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম যাচ্ছিল। “পথে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে বলে জানান তিনি।