মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু জানান, বৃহস্পতিবার খাগড়াছড়ি সদর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা বাসটি মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে প্রায় ২০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজন যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে আনার পর এক শিশু মারা যায়। এ ছাড়া খাগড়াছড়ি সদর হাসপাতালে নেয়ার পর সেখানে আরো দুইজন মারা যায়। তাৎ ক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।