খাগড়াছড়ির মানিকছড়িতে ১৪৪ ধারা জারি

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে দুটি পাহাড়ী সংগঠন একই দিনে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।  বুধবার সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মানিকছড়ির ৬টি এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। এলাকাগুলো হলো মানিকছড়ির পিছলাতলা, জামতলা, গচ্ছাবিল, বকরিপাড়া, গিরিমৈত্রী ডিগ্রী কলেজ এলাকা।

মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা যুথিকা সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, একদিকে ইউপিডিএফ ও অন্যদিকে জনসংহতি সমিতি নামক পৃথক দুটি সংগঠন পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছে। এতে সংঘাতের আশঙ্কা থাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মানিকছড়ি থানার ওসি শফিকুল ইসলাম জানান, ইউপিডিএফ ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে অন্যদিকে জেএসএস চিংসামং হত্যার প্রতিবাদে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় বাড়তি নিরাপত্তার লক্ষ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

Comments (0)
Add Comment