খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর নাছির জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। অভিযানকালে একটি এসএমজি, দুইটি এসএলআর, তিনটি এসএলআর ম্যাগজিন, তিনটি এসএমজি ম্যাগাজিন, ও একশ ৩৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এখনো উদ্ধার অভিযান চলছে বলেও জানান তিনি।
নিরাপত্তাবাহিনী সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত একটি এসএমজি, দুইটি এসএলআর, তিনটি এসএলআর এর ম্যাগাজিন, তিনটি এসএমজির ম্যাগাজিন, ১৩৯ রাউন্ড গুলি উদ্বার করা হয়েছে।