খাদ্যবান্ধবে স্বচ্ছতার লক্ষে রৌমারীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারীতে সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা আনয়নের লক্ষে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে গতকাল বৃহস্প্রতিবার দুপুর ১২টার সময় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন তালুকতারের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক খান মো: নুরুল আমিন বলেন খাদ্যবান্ধাব কর্মসূচির স্বচ্ছতা আনয়নের লক্ষে সকল প্রয়োজনী ব্যবস্থাগ্রহন করা হয়েছে, ডিলারদের স্বচ্ছতার সহিত দরিদ্র মানুষের ১০টাকা কেজি চাউল বিতরণ করতে হবে, কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না, দূর্নীতি বা অনিয়ম প্রমাণিত হলে তাকে জেলের ভাত খাইতে হবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মজিবুর রহমান বঙ্গবাসী বলেন সরকারের চলমান খাদ্যবান্ধব কর্মসূচিতে স্বচ্ছতা আনয়নের লক্ষে উপজেলা পরিষদের পক্ষ থেকে সকল ব্যবস্থাগ্রহন করা হয়েছে, অনিয়ম পরিলক্ষিত হলে সংশিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন রৌমারী থানার,অফিসার ইনচার্জ এবিএম সাজেদুল ইসলামসহ উপজেলা সকল সরকারী কর্মকর্তা, ডিলারগণ। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment