এসএসসি পরীক্ষার সময় হরতাল-অবরোধ তুলে নিতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের কাছে মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। গত কাল সকালে গুলশান-২ এর ৮৬ নম্বর সড়কের এক মাথায় মানববন্ধনে দাঁড়ান দুই শতাধিক শিক্ষার্থী, প্রায় আধা ঘণ্টা হাতে হাত রেখে দাঁড়িয়ে নিরাপদে পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে বিএনপি নেত্রীকে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান তারা। এসএসসি পরীক্ষার্থীদের শতাধিক অভিভাবকও এ সময় তাদের সঙ্গে ছিলেন। ওই সড়কের ৬ নম্বর বাড়িটি আগে রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতেন খালেদা জিয়া। তবে চলতি মাসের প্রথম থেকে সরকারবিরোধী আন্দোলন শুরুর পর ওই বাড়িটি তার ‘বাসা’ হিসেবে ব্যবহার হচ্ছে। মানববন্ধনের পর ওই বাড়িতে গিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রতি কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে একটি স্মারকলিপি দিয়ে যান ৪০/৫০ জন অভিভাবক। ‘আমরা নিরাপদে এসএসসি পরীক্ষা দিতে চাই’, ‘আমাদের বোমা মেরো না’, ‘আমরা নিরাপদে স্কুলে যেতে চাই’ ইত্যাদি বক্তব্য সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে সকাল সাড়ে ১০টায় ৮৬ নম্বর সড়কের মোড়ে দাঁড়িয়ে যান বাড্ডা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শিক্ষক আবদুল্লাহ আল মামুন সাংবাদিকদের বলেন, “হরতাল-অবরোধে আমরা শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা সকলে উদ্বিগ্ন। আন্দোলন হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই। “কিন্তু তা হতে হবে শান্তিপূর্ণ। এসএসসি পরীক্ষার সময়টি হরতাল-অবরোধের আওতার বাইরে রাখতে হবে। এই দাবিতে আমরা রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করতে শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করছি।” মানববন্ধনে অংশ নেওয়া অষ্টম শ্রেণির শিক্ষার্থী রেবেকা সুলতানা বলেন, “পেট্রোল বোমা আতঙ্কে আমরা স্কুলে যেতে পারি না। আমাদের বড় বোনেরা সোমবার থেকে এসএসসি পরীক্ষা দেবে কীভাবে? এভাবে বোমা মারলে আমরা স্কুলে যেতে পারব না। এর অবসান চাই।” দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্তিতে কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সারাদেশে লাগাতার অবরোধের ঘোষণা দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। প্রায় চার সপ্তাহ ধরে চলমান অবরোধের মধ্যেই কয়েক দফায় হরতালের ডাক দেওয়া হয়েছে। হরতাল-অবরোধে প্রতিদিনই গাড়িতে আগুন, পেট্রোল বোমা নিক্ষেপ ও হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটছে। নাশকতার এসব ঘটনায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন। আগামী কাল থেকে সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সূচি রয়েছে, যাতে অংশ নেবে প্রায় ১৫ লাখ শিক্ষার্থী। পরীক্ষার সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি না রাখতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আহ্বান জানিয়ে আসলেও শুক্রবার এক ঘোষণায় পরীক্ষা শুরুর আগের দিন থেকে সারা দেশে অবরোধের পাশাপাশি হরতালের ডাক দিয়েছে বিএনপি। হরতাল-অবরোধের মধ্যে এসএসসি পরীক্ষা নেওয়া হলে বিশেষ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। তারপরেও বিপুল সংখ্যক শিক্ষার্থীর শিক্ষা জীবনের কথা বিবেচনায় নিয়ে অবরোধ তুলে নিতে ২০ দলের প্রতি আহ্বান জানান জানিয়েছেন তিনি। “একজন নাগরিক হিসেবে, একজন পিতা হিসেবে অনুরোধ করছি, ছাত্র-ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে, দেশের ভবিষ্যতের কথা চিন্তা করে এই সময়টুকু হরতাল-অবরোধ প্রত্যাহার করুন,” বলেছেন পুলিশ প্রধান।