খুলনায় দুর্বৃত্তদের ছোড়া এসিডে মারাত্মকভাবে দগ্ধ হয়েছে নর্দান ইউনিভার্সিটির এমবিএর ছাত্রী কানিজ ফাতেমা সাথী এবং তার ছোট ভাই শাওন। সোমবার রাতে নগরীর বয়রা বাজার এলাকায় পিএমজি অফিসের সামনে এই ঘটনা ঘটে। এসিডদগ্ধ সাথী এবং শাওনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এসিডদগ্ধ সাথি, ভাই শাওনের সাথে কোচিং সেন্টার থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে মোটর সাইকেলে করে আসা দুই যুবক তাদের লক্ষ্য করে এসিড ছুড়ে মারে।
বাংলাদেশেরপত্র/এডি/আর