পুলিশ ও স্থানীয়রা জানান, স্টার জলসার সিরিয়াল দেখা নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ার পর অভিমান করে আত্মহত্যা করেছেন টুম্পা।
খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ভারতীয় সিরিয়াল দেখা নিয়ে রবিবার রাতে স্বামী ভবতোষের সঙ্গে টুম্পার ঝগড়া হয় বলে ধারণা করা হচ্ছে। এ নিয়ে অভিমান করে বাথরুমের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি।
খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।