খুলনা শিল্পাঞ্চল কমান্ডের জঙ্গি বিরোধী সমাবেশ ও শোক দিবস পালনের প্রস্তুতি সভা

খুলনা প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ খুলনা শিল্পাঞ্চল জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমাবেশ ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আরব আলী, সদস্য সচিব মো. সিদ্দিকুর রহমান, মো. মান্নান সিকদার, মো. আশরাফ আলী, মো. মোকসেদ আলী, মো. আবুল হোসেন, আবুল হোসেন, শেখ ফিরোজ আহমেদ প্রমুখ। বক্তব্য রাখেন হেযবুত তওহীদের খুলনা জেলার আমীর জামাল মোহাম্মদ।
তিনি বলেন, আজ বিশ্বময় যে ইসলাম চলছে, সেটা আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম নয়। যে ইসলাম অন্যায়-অশান্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে, সেটা কখনও আল্লাহ ও রসূলের (সা:) ইসলাম হতে পারে না। তিনি আরও বলেন, যে ইসলাম মারা-মারি, হানা-হানি, অন্যায়-অশান্তিতে লিপ্ত ঐক্যহীন জাতিকে ন্যায়-শান্তি প্রতিষ্ঠা করে ঐক্যবদ্ধ একটি জাতিতে পরিণত করেছিলো সেটাই আল্লাহ ও রসূলের (সা) ইসলাম। অথচ আজকে যে ইসলাম চালু আছে তা মানুষকে সন্ত্রাস-জঙ্গিবাদ ও অন্যায়-অশান্তির দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদের জঙ্গিবাদ নির্মূলে প্রত্যকে নিজ-নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। ধর্মের প্রকৃত শিক্ষা প্রত্যেকটি মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। ১৬ কোটি বাঙ্গালীকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ মুক্ত সোনার বাংলা গড়ে তুলতে হবে।
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন দৈনিক বজ্রশক্তির বিভাগীয় ব্যুরো প্রধান ডা মো মাকসুদে মাওলা, রবিউল রবিউল ইসলামপ্রমুখ।

Comments (0)
Add Comment