গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য-এরশাদ

রংপুর ব্যুরো: জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এজন্য দেশে শক্তিশালী গণমাধ্যম দরকার। ক্ষমতাসীন দল ক্ষমতা পাকাপোক্ত করতে সাংবাদিকদের কণ্ঠরোধে মরিয়া হয়ে থাকে। তা কখনো দেশের জন্য সুখকর নয়। গত সোমবার রাতে নগরীর দর্শনা এলাকায় পল্লীনিবাসে রংপুর সিটি প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় উপস্থিত ছিলেন রংপুর, জেলা জাতীয় পার্টির আহবায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর শাখা আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব এসএম ইয়াছির, সিটি প্রেসক্লাবের সভাপতি শরিফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, সহ-সভাপতি আবেদুল হাফিজ, যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির মানিক, দপ্তর সম্পাদক মোস্তাফিজার রহমান বাবলু, প্রচার ও ক্রীড়া সম্পাদক জিতু কবির, ফটো সাংবাদিক পারভেজ ইসলাম প্রমূখ।
জাপা প্রধান এরশাদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। দেশে যত বেশি সংবাদপত্র ও ইলেক্ট্রনিক মিডয়া শক্তিশালী হবে; দেশে গণতন্ত্র ততবেশি সুসংহত হবে। গণতন্ত্র সুসংহত হলে দেশ এগিয়েূ যাবে।
এদিকে, জাপা প্রধান এরশাদ চারদিনের সফরের শেষ দিন গতকাল মঙ্গলবার মজিদা খাতুন ডিগ্রি কলেজ, কেরানীহাট স্কুল ও কলেজ পরিদর্শন করেন। এর আগে এলজিইডি, জেলা প্রশাসন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন। আজ বুধবার সকালে তিনি ঢাকার উদ্দেশ্যে রংপুর ত্যাগ করবেন।

Comments (0)
Add Comment