গণপুর্ত মন্ত্রীর নাম ভাঙ্গিয়ে ভুমি দখলের মহোৎসব

গৃহায়ন মন্ত্রীর নামে সাইবোর্ড

সৈয়দ মনির আহমদ, ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার দেশের দ্বিতীয় বৃহত্তর সেচ প্রকল্প মুহুরী প্রজেক্টের অদুরে সোনাগাজী উপজেলার থাক খোয়াজ লামছি মোজায় মালিকীয়, বন্দোবস্ত , পেটি জরিপ , দিয়ারা জরিপ এবং বর্তমান বাংলাদেশ জরিপের রেকর্ড সুত্রে মালিকীয় ভুমিতে মিরসরাই উপজেলার সাখাওয়াত হোসেন দুলু , মুসলিম উদ্দিন, মুছা আমিন গংয়েরা গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রনালয়ের দায়ীত্ব প্রাপ্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনের নাম ভাঙ্গিয়ে কয়েক হাজার একর ভুমি দখলের পায়তারা করছে। এ বিষয়ে সোনাগাজী উপজেলার ভুমি মালিকেরা রবিবার সকালে ফেনী জেলা প্রশাসকের বরাবরে একটি অভিযোগ দায়ের করলে সোনাগাজী মডেল থানার এসআই নাছির উদ্দিন বিকেলে সরেজমিনে তদন্ত করেন। জানা যায়, গত ১শ বছর ধরে সোনাগাজী-মিরসরাই সিমানা বিরোধ চলছিল । ১৯২৬-২৭ ইং সালের সিদ্ধান্ত মোতাবেক ১৯৯০ সালে মিরসরাই- সোনাগাজী বিরোধ নিষ্পত্তির লক্ষে একটি গেজেট প্রকাশিত হয়। ২০০৭ সালে সোনাগাজী উপজেলার পঞ্চাশ একর ভুৃমি মিরসরাই অঞ্চলে রেখে ২৩টি পিলারের মাধ্যমে সিমানা নির্ধারিত করা হয়। বর্তমান সরকার মিরসরাই উপজেলার ওই অঞ্চলকে শিল্পায়নের আওতায় আনার ঘোষনা দিলে সোনাগাজী উপজেলার কৃষকদের ভুমিতে মন্ত্রীর নামে শতাধিক সাইনবোর্ড টাঙ্গিয়ে ভুমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ওই সব ভুমি দস্যুরা। এ ব্যাপারে সোনাগাজীর ভুমি মালিকেরা সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছেন । অন্যথায় যে কোন মুহুর্তে পৃর্বের ন্যায় রক্তক্ষয়ী সংঘর্ষ ও হতাহতের আশংকা রয়েছে।

Comments (0)
Add Comment