গণভবন পরিদর্শনে প্রধান উপদেষ্টা, জাদুঘর নির্মাণের নির্দেশ

শেখ হাসিনার পতনের পর জনরোষে ক্ষতিগ্রস্ত গণভবনকে দ্রুত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ হিসেবে রূপান্তর করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। গত ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের প্রায় তিন মাস পর গণভবন পরিদর্শনে গিয়ে এ নির্দেশনা দেন তিনি।

প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা আদিলুর রহমান খান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এবং বিশেষ সহকারী মাহফুজ আলম উপস্থিত ছিলেন। তাদের নির্দেশ দেওয়া হয়েছে, ডিসেম্বরের মধ্যেই জাদুঘর প্রকল্পের প্রস্তাব চূড়ান্ত করতে।

গণভবনকে জাদুঘর হিসেবে রূপান্তরের সিদ্ধান্ত নেওয়া হয় ৫ সেপ্টেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে। শেখ হাসিনার শাসনামল এবং ৫ অগাস্টের পর তার বিদায়ের ঘটনাবলীকে সংরক্ষণ করতে জাদুঘর নির্মাণের এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণের ক্ষোভের প্রকাশ হিসেবে ভবনটির বেশ কিছু অংশ ধ্বংস হয়ে যাওয়ায় এবং লুটপাটের শিকার হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়।

প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়, এই জাদুঘরে শেখ হাসিনার শাসনামলের দমন-পীড়নের স্মৃতি সংরক্ষিত থাকবে। বিশেষ করে একটি ‘আয়না ঘর’ নির্মাণের নির্দেশনা দেন তিনি, যা তার শাসনামলের গোপন কারাগারের নির্মমতার প্রতীক হয়ে থাকবে।

প্রধান উপদেষ্টা বলেন, “এই জাদুঘরে তার অপশাসনের স্মৃতি এবং তাকে ক্ষমতা থেকে উৎখাত করার সময় মানুষের ক্ষোভ সংরক্ষিত থাকবে।”

Comments (0)
Add Comment