গর্ব অনুভব করছেন মার্টিনো

 

 

 

 

 

 

 

 

 

 

 

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার সাবেক কোচ জেরার্ডো মার্টিনো। আর্জেন্টাইনদের দায়িত্ব পাওয়াকে তিনি গর্বের বলে মনে করছেন। বিশ্বকাপের ফাইনালিস্টদের কোচ হিসেবে থাকা আলজান্দ্রো স্যাবেলার উত্তরসূরি হিসেবে মার্টিনো গত বুধবার নিয়োগ পান। বৃহস্পতিবার তিনি এক সংবাদ সম্মেলনে এস বললেন, ‘আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের দায়িত্ব দেওয়ায় আমি গর্ব অনুভব করছি।’ ৫১ বছর বয়সী মার্টিনোর অধীণে আর্জেন্টিনা প্রথম ম্যাচ খেলবে আগামী ২ সেপ্টেম্বর। বিশ্বকাপের আরেক ফাইনালিস্ট বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে অনুষ্ঠিত হবে সে ম্যাচটি। মার্টিনো বলেন, ‘আমি গর্বিত যে আমাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। আমাকে এ দায়িত্ব দেওয়ার জন্য আর্জেন্টাইন ফুটবল এসোসিয়েশনকে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া সত্যিই ভিন্ন হবে আমার জন্য।’ তিনি আরো বলেন, ‘আম চাই স্যাবেলার দেখানো পথে কাজ করে যেতে। তিনি জাতীয় দলের জন্য অসাধারণ কিছু কাজ করে গেছেন। এর আগে মেসি এবং মাসচেরানোর সঙ্গে বার্সেলোনায় কাজ করেছি, এটা আমার জন্য ভালই হবে।’

Comments (0)
Add Comment