গলাচিপায় পটুয়াখালী জেলা প্রশাসক কে বিদায় সংবর্ধনা

সঞ্জিব দাস, গলাচিপা: পটুয়াখালী জেলার সুযোগ্য জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকীকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গলাচিপা উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত গলাচিপা উপজেলা অডিটরিয়াম হলে মঙ্গলবার বেলা ৪ ঘটিকায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির আসন গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল করিম। প্রধান অতিথি হিসাবে সংবর্ধনা গ্রহন করেন, জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ আতিকুর রহমান তালুকদার, উপজেলা কৃষি অফিসার মোঃ আঃ মান্নান ও অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন। অনান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন গলাচিপা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো:ফোরকান কবির। মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রুহুল আমিন ভূইঞা, প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত (মলয়), সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল, সাংবাদিক সঞ্জিব দাস, গলাচিপা রিপোটার্স ক্লাবের সভাপতি হাফিজউল্লা, সাধারন সম্পাদক হাসান এলাহি, সহ সভাপতি জিল্লুর রহমান জুয়েল, নয়াদিগন্তের সংবাদ দাতা হারুন অর রশিদ, আমখোলা ইউপি চেয়ারম্যান মো: মনির হোসেন ও জেলা প্রমাসকের স্মৃতিময় কর্মকান্ড নিয়ে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় সুধি, মুক্তিযোদ্ধা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী জেলা প্রশাসকের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড, শিক্ষা, কৃষি ও বনায়ন, পার্ক নির্মান, ডিসি অফিস চত্তরে এক বিশাল ফুলের বাগান সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তার অবদানের কথা তুলে ধরেন। বিশেষ করে পটুয়াখালী সদরে, ১টি-জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজ স্থাপন করে সর্ব মহলে প্রসংশিত হয়েছেন। উল্লেখ্য জেলা প্রশাসক এ.কে.এম শামিমুল হক ছিদ্দিকী পিরোজপুর এবং পটুয়াখালী জেলায় জেলা প্রশাসক হিসাবে সাড়ে ৩ বছর জেলা প্রশাসক হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

Comments (0)
Add Comment