গলাচিপায় বোয়ালিয়া ও বড়বাধ খালে পোনা মাছ অবমুক্তকরণ

সঞ্জিব দাস, গলাচিপা: পটুয়াখালীর গলাচিপা উপজেলার বোয়ালিয়া খালে ও বড়বাধ খালে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রুই, কাতল, মিরগেল, ব্রিগেট সহ নানান প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মাছের পোনা দেশের সোনা এই শ্লাগানকে সামনে রেখে করবো মোরা মাছ চাষ খাবো মোরা বার মাস। তিনি আরো বলেন, মাননীয় প্রধান মন্ত্রীর ভিষন ও মিশনকে সামনে রেখে উপজেলার যতগুলো সরকারি খাল আছে সকল খালের সুলিজের কপাট খোলা রাখতে হবে খাল গুলোতে যদি ভেরিবাধ থাকে ভেরিবাধ গুলো কেটে দিতে হবে। গলাচিপা সিনিয়র মৎস কর্মকর্তা বাবু অঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক বস্ত্র প্রতিমন্ত্রী চার চার নির্বাচিত সংসদ সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সামসুজ্জামান লিকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু সন্তোষ কুমার দে। আরও উপস্থিত ছিলেন, সহ-সভাপতি আলহাজ্ব মজিবুর রহমান প্যাদা, গলাচিপা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক বাংলাদেশ প্রতিদিনের গলাচিপা উপজেলা প্রতিনিধি সাজ্জাদ আহমেদ মাসুদ, সাধারন সম্পাদক দৈনিক কালের ছবির গলাচিপা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রুবেল, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড: সঞ্জয় কুমার দাস, গলাচিপা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাদি, রতনদি তালতলি ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাম মস্তফা খান। এসময়ে দুই ইউনিয়নের শত শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment