গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার সদর উপজেলায় তেলবোঝাই ট্যাংক লরির চাপায় আজম আলী (৫০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।জেলা শহরের ডিবি রোডের কাদির এ সন্সের পদ্মা ডাইনামিক ফিলিং স্টেশন এলাকায় সোমবার রাত সোয়া ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজম আলী শহরের পশ্চিমপাড়ার বাসিন্দা। তিনি জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য ছিলেন।
স্থানীয়রা জানান, ডিবি রোডের পদ্মা ডাইনামিক ফিলিং স্টেশনে একটি তেলবোঝাই ট্যাংকলরি পেট্রল আনলোড করছিল। এ সময় আজম আলী ট্যাংকলরির পিছনে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করে চালক ট্যাংকলরি নিয়ে পিছনের দিকে যাচ্ছিলেন। এতে আজম আলী ট্যাংকলরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শামিম রহমান জানান, ট্যাংকলরি নিয়ন্ত্রহীনভাবে পিছন থেকে ধাক্কা দেওয়ায় আজম আলী চাকায় পিষ্ট হয়ে মারা যান।
বাংলাদেশেরপত্র/এডি/এ