বিডিপি ডেস্ক:
গাইবান্ধা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপার কার্যালয় চত্বরে শনিবার করোনা রোগীদের জন্য জরুরী অক্সিজেন সার্ভিস ও ফ্রি অ্যাম্বুলেন্স সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রাহাত গাওহারী, সদর থানার অফিসার ইনচার্জ মো. মাসুদার রহমান, টিআই প্রশাসন মো. নুর আলম সিদ্দিকী প্রমুখ।
পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করোনা রোগীদের দ্রুত জরুরী সেবা অক্সিজেন সরবরাহ এবং রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে পৌছে দেয়ার ব্যবস্থা করবে গাইবান্ধা পুলিশ বাহিনীর নিবেদিত সদস্যরা।
তিনি উল্লেখ করেন, এ জন্য পুলিশের দুটি নিজস্ব অ্যাম্বুলেস জরুরী সার্ভিস দেয়ার জন্য সার্বক্ষনিক প্রস্তুত থাকবে। তিনি পুলিশের এই জরুরী সহায়তা পেতে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের এই হট লাইনে ০১৩২০-১৩৩২৯৯ যোগাযোগ করতে পরামর্শ দেন।