গাজীপুর সংবাদদাতা:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায়, গাজীপুর মেট্রোপলিটনের পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। পূজা উদযাপনে সার্বিক সহযোগিতা সহ সকল স্তরের নিরাপত্তা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি।
জিএমপি’র পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার বরকতউল্লাহ খান, বিপিএম (সেবা), তানভীর মমতাজ, উপ-পুলিশ কমিশনার (সদর ও অর্থ), ইলতুৎ মিশ উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ বিভাগ), জাকির হাসান, উপ-পুলিশ কমিশনার (অপরাধ উত্তর বিভাগ), মিজানুর রহমান পিপিএম, উপ-পুলিশ কমিশনার (এস্টেট এন্ড ডেভেলপমেন্ট ), হুমায়ুন কবির,উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)সহ র্যাব, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, মহানগরপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ এবং ফায়ার সার্ভিস, বিদ্যুৎ এর কর্মকর্তাগণ।