নিহতদের মধ্যে আব্দুর রশিদ (৪৫) নামের একজনের পরিচয় জানা গেছে। তার বাড়ি ফরিদপুরে। বাবার নাম হাজী ইমান আলী। নিহত অপর নারীর নাম পরিচয় জানা যায়নি।
মাওনা হাইওয়ে থানা পুলিশের ওসি মো. হেলালুর রহমান জানান, সকাল ৯টার দিকে ঢাকাগামী বিআরটিসির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন পথচারীকে চাপা দেয় এবং পাশের একটি সিএনজিকে আঘাত করে। এতে ঘটনাস্থলে দুইজনের মৃত্যু হয়। আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। প্রতিবাদে ওই সড়ক অবরোধ করে স্থানীয় ক্ষুব্ধ জনতা। পরে হাইওয়ে পুলিশ এবং থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ১৫ মিনিট পর সড়কে যান চলাচল শুরু হয়।
বাংলাদেশেরপত্র.কম/এডি/আর