গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক:
গাজীপুরে সেপটিক ট্যাংক থেকে শান্ত (৩) নামের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯টায় সদরের বাঘের বাজার বানিয়ারচালা এলাকা থেকে এ লাশ উদ্ধার করে জয়দেবপুর থানা পুলিশ। নিহত শান্ত ময়মনসিংহের গফরগাঁও থানার চরমসলন্দ উত্তর নয়াপাড়া এলাকার সাদেক আলীর ছেলে। সে বাঘের বাজার এলাকার আতাব উদ্দিন মুন্সীর বাড়িতে বাবা-মার সঙ্গে ভাড়াবাসায় থাকতো। জয়দেবপুর থানার ওসি মামুন আল রশীদ বলেন, গত রোববার বিকেলে শান্তকে বাড়িতে রেখে পাশের বাসা যান তার মা। পরে ফিরে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। তিনি আরও বলেন, কোথাও তাকে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। এরপর ওই দিন জয়দেবপুর থানায় জিডি করে শান্তর বাবা।

গতকাল সোমবার সকালে ভাড়াবাড়ির পাশে টয়লেটের সেপটিক ট্যাংকের টিনের ঢাকনা খুলে শান্তর লাশ পাওয়া যায়। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে গতকাল সোমবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে বলে জানান তিনি।

 

Comments (0)
Add Comment