স্পোর্টস ডেস্ক:
ভারতের সাবেক অধিনায়ক সুনিল গাভাস্কারের মতে টেস্ট ক্রিকেটই লড়াইয়ের আসল জায়গা। তাই ওয়ানডে সাফল্য নিয়ে মাতামাতি করতে নারাজ তিনি। ধোনির ওয়ানডে সাফল্যের প্রসঙ্গে গাভাস্কার বলেন, ‘রেকর্ডের নিরিখে অবশ্যই ধোনি সবাইকে ছাড়িয়ে গেছে। সেটা কেউ অস্বীকার করতে পারবে না। ৫০ ওভারের ফরম্যাটে ও অসমম্ভব শক্তিশালী একজন অধিনায়ক। বিদেশের মাটিতেও ধোনির ওয়ানডে রেকর্ড দারুণ। ইংল্যান্ডকে হারিয়ে ওয়ানডে সিরিজও ছিনিয়ে নিয়েছে ধোনির ছেলেরা। এটা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু আমি ধোনিদের টেস্ট সিরিজে লজ্জাজনক হারের কথা ভুলতে পারব না। আমার মতে ক্রিকেটের মধ্যে টেস্ট ফরম্যাটই এক নম্বর। তার পরে বাকি সব।’ মঙ্গলবারই ভারতের সফলতম ওয়ানডে অধিনায়কের পালক যুক্ত হয়েছে মহেন্দ্র সিং ধোনির মুকুটে। এজবাস্টনে ইংল্যান্ডকে ৯ উইকেট হারিয়ে মোহাম্মদ আজহারউদ্দিনকে টপকে গেছেন তিনি। ভারত অধিনায়ক হিসেবে সর্বাধিক ৯১টি ওয়ানডে ম্যাচ জিতলেন ধোনি। এর আগে আজহারের ৯০টি ওয়ানডে জয়ের রেকর্ড ছিল। পাশাপাশি এক ম্যাচ বাকি থাকতেই এজবাস্টেন ৩-০ এগিয়ে থেকে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিল টিম ইন্ডিয়া। ১৯৯০-এর পর ইংল্যান্ডের মাটিতে প্রথম ওয়ানডে সিরিজ জয়। তাও গাভাস্কারের মতে টেস্ট জয়ই একটি টিমকে ক্রিকেটে আসল পরিচয় দেয়।