আশা’র জেলা ডিস্ট্রিক ম্যানেজার এনামুল হকের সভাপতিত্বে আজ সোমবার সকাল ১০টায় নাজিরপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ওই ক্যাম্পের উদ্বোধন করেন নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম, আশা’র হয়বতপুর আঞ্চলের আরএম ফিরোজ কবির, ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডা. ফিরিজুল আলম ফিরোজ, নাজিরপুর ব্রাঞ্চ ম্যানেজার শেখ ইয়ার আলী প্রমুখ। ক্যাম্প উদ্বোধনের প্রথম দিনেই দুইজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ৫০ জন রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়।