গুরুদাসপুরে বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় ধাপে নিয়োগ পাওয়া ১৭জন প্রাথমিক বিদ্যালয়ের দফতরি-কাম প্রহরী বকেয়া বেতনের দাবিতে গুরুদাসপুর উপজেলা চত্বরে আজ বুধবার সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন। মানববন্ধনে গুরুদাসপুর উপজেলার ১৭টি প্রাথমিক বিদ্যালয়ের দফতরিরা যোগদান করেন।
পরে তারা উপজেলা শিক্ষা অফিসার ও নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে অংশগ্রহণকারী দফতরি –কাম প্রহরীদের কাছ থেকে জানা গেছে তারা গত বছর এপ্রিলের ১ তারিখে স্ব-স্ব উপজেলার নির্বাহী অফিসার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্বাক্ষর সম্বলিত নিয়োগ পান। নিয়োগ পাওয়ার পর ১১মাস বেতন পেলেও বর্তমানে ৯মাস যাবত তাদের বেতন বন্ধ হয়ে আছে। তারা বকেয়া বেতনের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

Comments (0)
Add Comment