গুরুদাসপুরে বাস দুর্ঘটনায় নিহতদের দুস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন ও অর্থ বিতরণ

গুরুদাসপুর প্রতিনিধি, নাটোর:
বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের স্মরণকালের ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত ও আহত দুস্থ ২৩ পরিবারের সদস্যদের মাঝে ৩টি সেলাই মেশিন ও নগদ ৮০ হাজার টাকার আর্থিক সহায়তা বিতরণ করেছে গুরুদাসপুর উপজেলা সমাজসেবা অধিদপ্তর।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে বুধবার বেলা ১১টায় ওই সেলাই মেশিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করেন অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। এ সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন ও মনিরুল ইসলাম দোলন, সাংবাদিক আতাহার হোসেন, আলী আক্কাছ প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে নাটোর থেকে গুরুদাসপুরগামী অথৈ পরিবহণ ও ঢাকা থেকে রাজশাহীগামী কেয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে শিধুলীর একই পরিবারের ৬ ভাইসহ ৩৬ জন যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়, আহত হয়েছিল ৫৮ জন।

Comments (0)
Add Comment