গুরুদাসপুরে সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের গুরুদাসপুর উপজেলার নাজিরপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সন্ত্রাস, জঙ্গীবাদ, বাল্যবিয়ে নিরোধ ও মাদকবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন আক্তারের সভাপতিত্বে নাজিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ওই মতবিনিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা প্রশাসক শাহিনা খাতুন। অন্যানদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব একেএম আজাদুর রহমান, নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার এএফএম আনোয়ার হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, নাটোর জেলা শিক্ষা অফিসার আমজাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, ওসি দিলিপ কুমার, ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন। বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment