গুরুদাসপুরে ৭ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: আগামী ৭ ডিসেম্বর নাটোরেরে গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টি ও পৌর জাতীয় পার্টির যৌথ সম্মেলন উপলক্ষে সোমবার এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ওই প্রস্তুতি সভায় আগামী ৭ ডিসেম্বর সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সভায় সাবেক সফল রাষ্টপতি হুসাইন মুহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির আয়োজনে পার্টির কার্যালয়ে সোমবার সকাল ১০টায় উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল হোসেনের সভাপতিত্বে ওই প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আবুল কাশেম সরকার।
অন্যান্যদের মধ্যে উপজেলা যুগ্ম আহবায়ক ডা. রফিকুল ইসলাম গোলাপ, দিল মোহাম্মদ মোল্লা, পৌর আহবায়ক একেএম আলমগীর, যুগ্ম আহবায়ক মজিবুর রহমান মজনু, আঃ সামাদ প্রমূখ।
উল্লেখ্য ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজিবর রহমান সেন্টু।
সভায় সাবেক রাষ্টপতি হুসাইন মোহাম্মদ এরশাদের মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়েছে।
সভায় আগামী ৭ ডিসেম্বর গুরুদাসপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টিও যৌথ সম্মেলনসফল করার জন্য সকল নেতা-০কর্মীদেও আহবান জানাননো হয়।বিডিপত্র/আমিরুল

Comments (0)
Add Comment