পুলিশ জানিয়েছে, এলাকায় গরুচোর রয়েছে এমন গুজবের ওপর ভিত্তি করে ২০ জন ব্যক্তির একটি দল গত রাতে দুই ব্যক্তির ওপর হামলা চালায়।
পুলিশ বলছে, গণপিটুনিতে একজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনায় মামলা দায়ের করেছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রসঙ্গত, ভারতে সাম্প্রতিক সময়ে গো-রক্ষার নামে ও শিশু পাচারকারী সন্দেহে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ভয়ানক রূপ ধারণ করেছে। প্রায় প্রতি সপ্তাহেই নিরীহ মানুষজন গণপিটুনিতে মারা যাচ্ছেন।