গ্রামের মেয়ে সরলার মা ‘নারীসুন্দরী’ মিম


বিনোদন ডেস্ক:
গ্রামের মেয়ে সরলার মা ছাড়া আপন তেমন কেউ নেই। কাজের সন্ধানে গ্রাম থেকে শহরে এসে বিউটি পার্লারে কাজ শুরু করে সে। হঠাৎ ডিজে পার্টির এক উদ্যোক্তার সঙ্গে তার পরিচয় হওয়ার পর নৃত্যশিল্পী হিসেবে কাজ করার প্রস্তাব পায় সরলা। কিন্তু সাড়া দেয় না মেয়েটি। মা অসুস্থ হয়ে পড়লে তার আর কোনো পথ খোলা থাকে না। তবে পাঁচতারা হোটেলে বিভিন্ন শর্তে নাচতে হবে তাকে। এটি ‘নারীসুন্দরী’ নাটকের গল্প। এতে সরলা চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। সম্প্রতি উত্তরা, কমলাপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে এর দৃশ্যায়ন হয়েছে। নাটকটি প্রসঙ্গে মিম বলেন, ‘আগামী কোরবানির ঈদের এই একটি নাটকেই কাজ করেছি। গল্পটা অনেক সুন্দর।’ এ নাটকে মিমের সহশিল্পী রোজী সিদ্দিকী ও রওনক হাসান। প্রযোজনায় আরশাদ আদনান। কোরবানির ঈদে এ নাটকটির পাশাপাশি মিম কাজ করেছেন একটি নাচের অনুষ্ঠানে।

Comments (0)
Add Comment