গ্রিসের ঋণ-ইস্যুতে সুর কিছুটা নরম করতে চলেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল। ইতোপূর্বে ঋণ মওকুফের ইস্যুতে জার্মানি কোনো সাড়া দেবে না ঘোষণা দেয়ার পর, পুনঃবিবেচনাপ্রসূত তার এ নমনীয়তায় নড়ে চড়ে বসেছে গ্রিস। জার্মানি গ্রিসকে প্রদানকৃত ঋণ পরিশোধে সময়সীমা বাড়ানোর পক্ষে মত দিয়েছিল। কিন্তু নতুন অতিবামপন্থী প্রশাসনের অধীনে আসা দেশটি স্রেফ সময়সীমা বৃদ্ধিকে কোনো সমাধান হিসেবে দেখতে চাইছিল না। বুধবার ইউরোজোনের প্রেসিডেন্ট জেরোয়েন ডিজেলব্লোয়েমের সঙ্গে দীর্ঘসময় বৈঠক করেন গ্রিসের অর্থমন্ত্রী বনিস ভারোফাকিস। চূড়ান্ত কোন সিদ্ধান্তে এখনও না এলেও বৈঠকটিকে ইতিবাচক বলে পরবর্তীতে মন্তব্য করেছেন ডিজেলব্লোয়েম। অপরদিকে গ্রিসের নতুন প্রেসিডেন্ট অ্যালেক্সিস সিপ্রাস বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পৌঁছে জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আশু বৈঠকে তিনি গ্রিসের ঋণ-ইস্যুকে মানবিক সংকট হিসেবে তুলে ধরতে যাচ্ছেন। একইসঙ্গে গ্রিক প্রস্তাবনাগুলোর ব্যপারে তিনি এতোটাই আত্মবিশ্বাসী যে, মনে করছেন, ইউনিয়নের নীতিনির্ধারকেরা ঐ প্রস্তাবনাগুলোর পথ ধরে গ্রিস প্রসঙ্গে ইতিবাচক সমাধানে আসবেন। যদিও মের্কেল নমনীয় হয়েছেন আগের চেয়ে, তথাপি সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, ইউনিয়নের নীতিনির্ধারকদের সঙ্গে তার আলাপ হয়েছে এবং ইউনিয়ন তার নীতিমালার বাহিরে যাবে না।