সাঁথিয়া প্রতিনিধি, পাবনা:
শনিবার রাতে পাবনার সাঁথিয়ায় চকনন্দনপুর গ্রামে মোবাইল চুরি করাকে কেন্দ্র করে দু’গ্র“পের রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় গ্র“পের মহিলা ও শিশুসহ ৮ জন আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চকনন্দনপুর গ্রামের শুকুর আলীর ভাগ্নের মোবাইল চুরি করে নেওয়ার অভিযোগ নিয়ে একই গ্রামের রউফের বাড়িতে যায়। তারা রউফের ভাতিজা শাকিলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগ দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শুকুর (৪৫), লাল চাঁদ (৬০), খোকন (৩০),স্বপ্না (১৮), রউফ (৩৫), সিরাজুল (৩৫), মমতাজ (৩৫), শাপলা (১২) আহত হয়। আহত সবাইকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে রউফের অবস্থা গুরুতর হলে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক পাবনা মেডিকেলে প্রেরণ করেন। এ ব্যাপারে সাঁথিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, আমি বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ আসেনি।