গ্রেনেড হামলার প্রতিবাদে ময়মনসিংহ আ. লীগের আলোচনা সভা ও শোক র‌্যালি

ময়মনসিংহ ব্যুরো: জননেত্রী শেখ হাসিনাকে হত্যা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উদ্দ্যেশে গ্রেনেড হামলা করে আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মীকে নির্মম ভাবে হত্যা ও অসংখ্য নেতাকর্মীর পঙ্গুতের প্রতিবাদে রবিবার শোক র‌্যালি , পথসভা ও বিক্ষোভ সমাবেশ করেছে ময়মনসিংহ জেলা ও মহানগর আ. লীগ । রবিবার বিকেল ৪ টায় কৃষ্ণচুড়া চত্বরে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ জেলা আ. লীগের সাবেক দফতর সম্পাদক হোসাইন জাহাঙ্গীর বাবুর সঞ্চালনায় মহানগর আ. লীগের সাবেক সভাপতি প্রকৌশলী আমিনুল ইসলাম তারার সভাপত্বিতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আ. লীগের সাবেক প্রচার সম্পাদক অধ্যাপক গোলাম ফেরদৌস জিল্লু, সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক মো. ফজলুর রহমান, সাবেক তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আলহাজ্ব আহসান মো. আজাদ, জেলা আ. লীগের সদস্য আলহাজ্ব জহিরুল ইসলাম, মহানগর আ. লীগের যুগ্ম সম্পাদক শাহাজাহান পারভেজ, মহানগর আ. লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাভোকেট আব্দুর রহমান আল হোসাইন তাজ, কোতয়ালী থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব আফাজ উদ্দিন সরকার, জেলা যুবলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আজহারুল ইসলাম, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট তাজুল ইসলাম খোকন, মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি মোফখ্খার হোসেন খোকন, মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সম্পাদক জিয়াউল হাসান ইমরান, মহানগর সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, ময়মনসিংহ জেলা মহানগর বঙ্গবঙ্গু ফাউনডেশনের সভাপতি আবুল কালাম রাসেল, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরকার মো. সব্যসাচী, মহানগর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রাজ্জাক উষান, কোতায়ালী ছাত্রলীগ সাধারন সম্পাদক হুমায়ন কবির, ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিকলীগ সভাপতি আফতাব উদিদ্দন, ময়মনসিংহ জেলা জাতীয় শ্রমিকলীগ সাধারন সম্পাদক সৈয়দ আওলাদ হোসেন।
এ সময় আ. লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বিশাল র‌্যালি কৃষ্ণচুড়া চত্বর থেকে টাউন হল মোড়ে গিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

Comments (0)
Add Comment