মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এবং সদর ইউনিয়ন সভাপতি মীর্জা আব্দুল বারেক গতকাল মঙ্গলবার (৮ মার্চ) দিবাগত রাত ১১:৫০ মিনিটে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর। ইন্নানিল্লাহে …….রাজেউন। তিনি মুত্যুকালে ১ স্ত্রী ও ৯ পুত্র রেখে যান। মীর্জা আব্দুল বারেক জাতীয়তাবাদী দল(বিএনপি’র) মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের সাথে হাতে হাত মিলিয়ে রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করেছেন। তাঁর মৃত্যুতে জেলা বিএনপি’র সভাপতি আফরোজা খাঁন রিতা, জেলা সহ-সভাপতি জামিলুর রশিদ খান, আজাদ হোসেন খান, জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজা, জেলা ছাত্রদলের প্রেসিডেন্ড মাসুদ পারভেজ, জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান(প্রিন্স), উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড: আবু কাউছার রেজা, যুবদল নেতা এ্যাড: আব্দুল আলীম খাঁন(মনোয়ার), ছাত্রনেতা মীর্জা ছালেম সহ উপজেলা আওয়ামী লীগ, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ঘিওর উপজেলা চেয়ারম্যান খন্দকার লিয়াকত হোসেন, নির্বাহী অফিসার মাহবুবা আইরিন প্রমুখ গভীর শোক প্রকাশ করে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। জানাজা নামাজ শেষে গত বুধবার বাদ জোহর তাঁর নিজ বাসভবনে লাশ দাফন করা হয়।