চটগ্রামে র‌্যাবের অভিযানে দেড় লাখ ইয়াবাসহ মাদক কারবারি আটক

‎চট্টগ্রাম ব্যুরো:

‎চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানাধীন কাঠগড় ধুমপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রায় ৪ কোটি ৫০ লাখ টাকা মূল্যের দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এ সময় একজন মাদক কারবারিকে আটক করা হয়।

‎র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টার দিকে কাঠগড় ধুমপাড়ায় একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মোঃ নাছির প্রকাশ নাছিম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলায় তল্লাশি চালিয়ে কাঁধ ব্যাগে রাখা ইট সদৃশ প্যাকেটে মোড়ানো ১৫টি প্যাকেট থেকে মোট ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

‎আটক নাছির দীর্ঘদিন ধরে কক্সবাজার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি দরে বিক্রি করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে র‌্যাব।

‎র‌্যাব আরও জানায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment