চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক জাহাঙ্গীর আলম জানিয়েছেন, নগরীর কদমতলী এলাকা থেকে সকাল মাথায় আঘাত পাওয়া আজিজকে কয়েকজন পথচারি হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষার পর মৃত ঘোষণা করেন। তার মাথার পেছন দিকে ধারালো অস্ত্রের একটি কোপের চিহ্ন অাছে। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।
নগরীর সদরঘাট থানার এস আই অলি উল্লাহ বলেন, নিহত আব্দুল আজিজ কদমতলী এলাকায় রাজমিস্ত্রির কাজ করতো। বাসা থেকে বের কাজে যাওয়ার পথে পোড়া মসজিদ এলাকায় পেছন থেকে তাকে দুর্বৃত্তরা কুপিয়ে পালিয়ে যায়। পরে অাজিজ রাস্তায় লুটিয়ে পড়লে পথচারিরা উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি থানা-পুলিশ তদন্ত করছে, হত্যাকারীদের খোঁজা হচ্ছে। কিন্তু এখনো এ হত্যার ঘটনায় কোনো গ্রেপ্তার হয়নি।
বাংলাদেশেরপত্র/এডি/আর