বোয়ালখালী উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানিয়েছেন, অাত্মহননকারী তৌহিদ স্থানীয় একটি মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র হিসেবে লেখাপড়া করত। তবে তৌহিদ মানসিকভাবেও অস্বাভাবিক ছিল বলে পরিবারের লোকজন পুলিশকে জানায়। পরিবারের লোকজনের অগোচরে সোমবার সন্ধ্যায় নিজ ঘরের পেছনে গাছের ডালের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে তৌহিদ। পরে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুজির পর বাড়ির পেছনে গাছের সঙ্গে লাশ ঝুলতে দেখে স্থানীয় পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতে লাশ ওই গাছ থেকে নামিয়ে অানে এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কতর্ব্যরত নায়েক হামিদ জানিয়েছেন, বোয়ালখালীর পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুরে ওই কিশোর অাত্মহত্যা করলে বোয়ালখালী থানা পুলিশ লাশ উদ্ধার করে এখানে পাঠায়। অাজ (২৫অাগষ্ট) তার লাশাকে পরীক্ষা করে দেখা হবে এটি অাত্মহত্যা নাকি খুন। তা দেখার জন্য লাশ মর্গে রাখা অাছে।
বাংলাদেশেরপত্র/এডি/আর