রুমেন চৌধুরী, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন চাক্তাই শুটকিপট্টিতে নোনা ইলিশ শুটকিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং মেশানোর দায়ে ৪ ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৮ অাগষ্ট শনিবার সকাল সাড়ে ১১টার সময় এ অভিযান চালানো হয়। এরসময় ক্ষতিকর রং মেশানো এক ট্রাক নোনা ইলিশ শুটকিও জব্দ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন। তিনি জানান, চাক্তাই শুটকিপট্টিতে অভিযান চালিয়ে এক ট্রাক নোনা ইলিশ শুটকি জব্দ করা হয়েছে। এ সব শুটকিতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক রং মেশানো ছিল। এ অপরাধে ৪ জন শুটকি ব্যবসায়ীকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।