চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা থেকে অস্ত্র ও গুলিসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার জামাল হোসেন (৪০), কলিম উদ্দিন (৩০), আব্দুস শুক্কুর (২৮) ও নুরুল আবসারের (৩২) গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলায়। আনোয়ারার সমুদ্র তীরবর্তী জুঁইদণ্ডী ইউনিয়নের লামাবাজার থেকে শুক্রবার গভীর রাতে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে তিনটি একনলা বন্দুক ও সাতটি কার্তুজ উদ্ধার করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আনোয়ারা থানার ওসি হুমায়ুন কবির। “টেকনাফ থেকে সমুদ্র পথে রাতে তারা আনোয়ারা আসে। “রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ তাদের গ্রেপ্তার করা হয়।”